ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার ধামরাই পৌর শহরের দক্ষিণপাড়ায় ধামরাই সরকারি কলেজের পাশে নান্দনিক মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মান কাজের ভিক্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে ।
আজ শুক্রবার(১২ আগষ্ট) মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।
এর পূর্বে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চ্যানেল-9 এর ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পি, আমিন গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের
পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা মাসুম খান, দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহ, কাউন্সিলর আমিনুল ইসলাম গার্নেল,ইসলামিক ফাউন্ডেশনের সদস্যসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন পর্যায়ের শ্রেণি পেশার মানুষ।
এ দৃষ্টিনন্দন মডেল মসজিদের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ১২ কোটি টাকা।
ধামরাই উপজেলায় এ মডেল মসজিদে আধুনিক সব সুযোগ-সুবিধাসহ থাকছে ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্স পাঠাগার, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, পবিত্র হেফজ বিভাগ, শিশুশিক্ষা। এছাড়া অতিথিশালা, পর্যটকদের আবাসন, মৃতদেহ গোছলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষা কেন্দ্র ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসহ একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স হবে এ মসজিদ।
মডেল এ মসজিদে একসঙ্গে ১ হাজার ২০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানা গেছে।